আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে ক্যান্সার, কিডনি, লিভার এবং জন্মগত হৃদরোগ সহ ৬ টি জটিল রোগীকে চিকিৎসার জন্য আর্থিক সহযোগীতা করা হয়েছে।
উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ১৮ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ৃআলহাজ্ব শাহজাহান হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা বেগম, উপজেলা সমাজসেবা অফিসার মো: দেলোয়ার হোসেন, শিরন্টি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, গোয়ালা ইউপি চেয়ারম্যান কামারুজ্জামান, তিলনা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার এবং সুবিধাভোগী রোগীগণ।
Tags
সাপাহার