Daily News BD Online

শেরপুরের ঝিনাইগাতীতে সরকার পতনের হাওয়া লেগেছে সবজির বাজারে

 


গোলাম রব্বানী-টিটু,  ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি :

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সম্প্রতি ভয়াবহ বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনে ৫ই আগস্ট সরকার পতনের হাওয়া লেগেছে সবজি সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বাজারে । আজ শনিবার বাজার ঘুরে দেখা গেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম মানুষের নাগালের বাইরে চলে গেছে । পেঁয়াজ ১১০, আলু ৬০,করলা ৮০,কাচামরিচ ২৫০, পটল ৮০, বেগুন ৭০, রুইমাছ ৩০০, বয়লার মুরগি ১৪০, কক ২৫০ থেকে ৩০০, দেশি মুরগি ৫০০টাকা দরে বিক্রি হচ্ছে । অন্যান্য সবজি ও মসলার দামও বৃদ্ধি পেয়েছে । গরু গোসতের বাজার স্থিতিশীল রয়েছে । সরকার পতনের আগেও কাচাবাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অস্থিতিশীল ছিল । সরকার পতনের কারণে মানুষের আশা আকাঙ্খা ছিল  বাজারের পণ্যের দাম নাগালের মধ্যে আসবে তা আশায় গুড়েবালি । আমদানি না থাকার দোহাই দিয়ে বাজারে সবজি সহ অন্যান্য জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে । সাধারণ মানুষ জানান মধ্যবিত্তদের জন্যে বাজার করা এখন কঠিন হয়ে পড়েছে । ব্যবসায়ীদের খুশিমতো সিন্ডিকেট করে বাজারে সকল পণ্যের দাম বৃদ্ধি করা হয় বলে ধারণা করছেন অনেকেই । রাতারাতি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হু-হু করে বেড়েই যাচ্ছে । বাজার মনিটরিংয়ের কোন ব্যবস্থা না থাকার ফলে সাধারণ মানুষ বিপাকে পড়েছে । সরকার পতনের হাওয়া লেগেছে বিভিন্ন পণ্যে । সরকার পতনের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্ধারিত পণ্যের মূল্য দিয়ে পোস্ট করা দেখা গেলেও বাস্তবতার সাথে বাজারে কোন মিল নেই । এ রকম ভাবে পণ্যের দাম বাজার মনিটরিংয়ের মাধ্যমে স্থিতিশীল পর্যায়ে না আনা হলে সাধারণ মানুষ অসহায়ত্ব ভাবে জীবন যাপন করবে বলে জানা গেছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন