দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জে দুর্বৃত্তের রামদা ও লোহার রোডের আঘাতে বাবা ছেলে গুরুতর আহত হয়েছেন । আহতদের উদ্ধার করে দেওয়ানগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান বাজার ব্যবসায়ী মোশাররফ হোসেন সহ আরও কয়েক জন।
আহতরা হলেন- মো: মহিমুদ্দিন (৬০) ও তার ছেলে মিহাদ (২২)। মিহাদ মিয়া খড়মা বাজারের ফেক্সিলোড ও হার্ডওয়ার দোকান ব্যবসায়ী।
মিহাদের বাবা জানান,২৫ সেপ্টেম্বর দুপুরে খড়মা বাজার আজাদ মিয়ার হোটেলের সামনে পূর্ব শত্রুতা জের ধরে গামারিয়া গ্রামের মৃত রহিমের ছেলে রাজ্জাক(৪৫) ও তার ছেলে মো.তন্ময়(১৯) অজ্ঞাতনামা আরো তিন চারজন। আমার উপরে ওতর্কিতভাবে হামলা চালায়,এক পর্যায়ে মহিমুদ্দিনের মাথায় পিছন সাইটে রামদা দিয়ে আঘাত করে এতে গুরুতর অবস্থা মাটিতে লুটে পরে যায় মহিমুদ্দিন। পরে মহিমুদ্দিনের ছেলের দোকানে যেয়ে মহিমুদ্দিনের ছেলে মিহাদকে রোড দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে এবং দোকান ভাঙচুর করে ক্যাশ বাক্সে থাকা নগদ এক লক্ষ চব্বিশ হাজার টাকা নিয়ে চলে যায় বলে জানান তারা। খুঁজ নিয়ে দেখা যায় রাজ্জাক মিয়া ও তার ছেলে তন্ময় মিয়া পলাতক রয়েছে।
এ ব্যাপারে চিকিৎসা শেষে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে মহিমুদ্দিন।
দেওয়ানগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ নাজমুল হাসান জানান অভিযোগ পেয়েছি তদন্ত চলছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।