Daily News BD Online

প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে মুরাদনগরে শিক্ষার্থীদের মানববন্ধন

 


স্টাফ রিপোর্টার : কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কুড়াখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ উদ্দীন সরকারের পদত্যাগের দাবীতে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
রবিবার দুপুরে  কুড়াখাল বাজার থেকে মিছিল নিয়ে বিদ্যালয়ের মাঠে প্রবেশ করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে, প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকার বিনিময়ে নিয়োগ বানিজ্য,পারিবারিক তন্ত্র,
 স্কুলের টাকা আত্মসাৎ, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে খারাপ আচরণসহ অনেক অভিযোগ এনে দ্রুত পদত্যাগের দাবীতে শিক্ষার্থীরা ১২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে দুপুর প্রায় ২ টা বিক্ষোভ মিছিল শেষ করে।
স্কুলের দপ্তরী সবুজ মিয়া বলেন ৩ লক্ষ টাকার বিনিময়ে প্রধান শিক্ষক আমাকে চাকুরী দেন।
স্কুলের সাবেক সভাপতি আব্দুল মান্নান বলেন কমিটি কর্তৃক প্রধান শিক্ষক নিয়োগ টি বৈধ হয়নি, এ ব্যপারে আমার নিকটে অনেক প্রমান আছে।এ বিষয়ে মুরাদনগ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল আলম তালুকদার বলেন কুড়াখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে  কোন অভিযোগ পাইনি , যদি লিখিত বা সু নির্দিষ্ট অভিযোগ পাই তাহলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ উদ্দীন সরকার বলেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এদের সকল অভিযোগ ভিত্তিহীন, বানোয়াট, আমার বিরুদ্ধে কোন অনিয়মের প্রমাণ দিতে পারবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন