Daily News BD Online

মুক্তাগাছায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু

 


স্টাফ রিপোর্টারঃ গতকাল ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ১টি পৌরসভাসহ ১০টি ইউনিয়নে পর্যায়ক্রমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সারাদেশের সাথে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলাধীন পৌর এলাকার মুক্তাগাছা মহাবিদ্যালয়ে ( ০১,০২ ও ০৩ নং ওয়ার্ড) স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম। ২০১৭ ইং সাল পর্যন্ত উপজেলার ১টি পৌরসভাসহ ১০টি ইউনিয়নের নিবন্ধিত ভোটারদের মাঝে আজ থেকে ১ মার্চ '২৫ ইং সাল লাগাদ এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অব্যাহত থাকবে। স্মার্ট জাতীয় পরিচয়পত্র নাগরিক জীবনের সর্বক্ষেত্রে অত্যাবশ্যকীয় ও গুরুত্বপূর্ণ।
এ সময় স্থানীয় নির্বাচন অফিসার রাজিয়া ফেরদৌসসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজরং আগরওয়ালা ও অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল ৯ টায় বেলুন উড়ানোর মধ্য দিয়ে  উক্ত বিতরণী আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন