Daily News BD Online

আর্থিক সহায়তা পেল দুর্বল তিন ব্যাংক

 


আর্থিক অনিয়মে দুর্বল হ‌য়ে পড়া বেসরকারি তিন বাণিজ্যিক ব্যাংককে ২৬৫ কোটি টাকা ধার হিসেবে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। অর্থ সহায়তা পাওয়া ব্যাংকগুলো হলো: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও এক্সিম ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টি বা নিশ্চয়তায় এ ধার দিয়েছে অতিরিক্ত তারল্য থাকা সবল ৪ ব্যাংক। যেসব ব্যাংক সহায়তা করেছে তারা হলো— ডাচ্‌–বাংলা, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও পূবালী ব্যাংক।    

২৬৫ কোটি টাকার মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আর্থিক সহায়তা পেয়েছে ৫০ কোটি টাকা, ন্যাশনাল ব্যাংক পেয়েছে ৬৫ কোটি টাকা এবং এক্সিম ব্যাংক পেয়েছে ১৫০ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ১১ নভেম্বর বাংলাদেশ ব্যাংকে ১৭টি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে বৈঠক করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। সেখানে তিনি দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোকে আরও বেশি অর্থ সহায়তা দি‌তে সবল ব্যাংকগুলোকে আহ্বান জা‌নান। বৈঠকে ছিলেন রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী,  অগ্রণী ও জনতা ব্যাংকের এমডি এবং বেসরকা‌রি খা‌তের ব্র্যাক ব্যাংক, ইস্টার্ণ, সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট,  ঢাকা ব্যাংক, ডাচ্‌–বাংলা, পূবালী, প্রাইম ব্যাংক, এনসিসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, যমুনা, সাউথ ইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন