Daily News BD Online

মামলা না নিলে এক মিনিটেই ওসি বরখাস্ত

 


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, রাজধানীর কোনো থানায় মামলা না নিলে সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এক মিনিটের মধ্যে বরখাস্ত করে দেয়া হবে। সোমবার (২৫ নভেম্বর) ডিএমপি সদর দফতরে অটোরিকশা, অটোভ্যান ও ইজিবাইক চালকদের সঙ্গে বৈঠকে তিনি এ হুঁশিয়রি দেন।

বৈঠকে এক রিকশাচালক অভিযোগ করেন, তাকে কামরাঙ্গীরচর এলাকায় রোববার (২৪ নভেম্বর) ও এর আগে একদিন মারধর করা হয়েছে।

এমন অভিযোগের প্রেক্ষিতে ডিএমপি কমিশনার বলেন, আপনি মামলা করেননি কেন? মামলাযোগ্য হলে অবশ্যই ওসিদের মামলা নিতে হবে। মামলা না নিলে সেই থানার ওসিকে এক মিনিটেই বরখাস্ত করা হবে।

এ সময় চাঁদাবাজির বিষয়ে শেখ মো. সাজ্জাত আলী বলন, রিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি চলবে না। গরিবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় মাস্তানরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তার আর রক্ষা নেই। গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা। চাঁদাবাজি বন্ধে কমিটি করার কথা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, রিকশাচালকরা থানার ওসিদের নিয়ে কমিটি করেন। কমিটি চাঁদাবাজি বন্ধে কাজ করবে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন