Daily News BD Online

যুগান্তরের সাংবাদিক হারুনের বড় ভাতিজা আতিকুর রহমানের চেহলাম


 

নিজস্ব প্রতিবেদক : টিকে গ্রুপের সাবেক জেনারেল ম্যানেজার , কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর বড় বাড়ীর মরহুম ফজলুর রহমান শহীদের বড় ছেলে দৈনিক যুগান্তর ও কুমিল্লার কাগজের  সাংবাদিক সৌরভ মাহমুদ হারুন এর বড় ভাতিজা  আতিকুর রহমান রুমেন (৪২)এর  শুক্রবার  সকালে   চেহলাম  অনুষ্ঠিত হয়েছে। চেহলাম  উপলক্ষে মরহুমের বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন এর পীরযাত্রাপুর গ্রামের নিজ বাড়িতে সকালে  কোরআন খানী, মিলাদ মাহফিল কবর জিয়ারত এবং জুম্মা বাদ স্থানীয় মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। চেহলামে এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য গত ২২ অক্টোবর
মঙ্গলবার রাত ৭.৩০ মিনিটে ঢাকা মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন ( ইন্না-লিল্লাহি ওয়া....  রাজিউন)। মৃত্যু কালে তিনি ১ বোন, ১ ভাই,  স্ত্রী, ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমের জানাজা নিজ গ্রামে ২৩ অক্টোবর  বুধবার সকাল সাড়ে ১০ টায় স্থানীয়  উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা  শেষে  মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন