Daily News BD Online

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জনগণের সেবা করতে চাই : এম এ জামান ফকির


আর এ লায়ন সরকার, নরসিংদী :

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না’ গানের এই লাইনগুলো বাস্তবে মিলে যায় নরসিংদী সদর উপজেলার চরদিগলদী উপজেলার এম এ জামান ফকিরের জীবনের সঙ্গে। নিজ এলাকার পাশাপাশি উপজেলার হতদরিদ্রদের বিভিন্ন সহযোগিতা করেন কোনো স্বার্থ ছাড়াই।

জানা গেছে, এম এ জামান ফকির একজন প্রবাসী ব্যবসায়ী। ব্যবসার লভ্যাংশ থেকে মূলত গরিব-দুঃখী মানুষের সেবা করেন। করোনা মহামারীর সময় মানুষ যখন বাড়ি থেকে বের হতে ভয় পেত; তখন তিনি খাদ্য সামগ্রী মানুষের বাড়ি বাড়ি নিরবে পৌঁছে দিয়েছেন। অনেককে অর্থ দিয়েও সহায়তা করেছেন তিনি।

এম এ জামান ফকির জানান, আমি দীর্ঘদিন ধরে প্রবাসে ব্যবসা করি। ব্যবসায় যা লাভ হয় তাই দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করি। ব্যবসার টাকা দিয়ে বিভিন্ন বিদ্যালয়সহ গ্রামের সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দিয়েছি। মানুষের সহায়তায় সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

এই সমাজ সেবক আরও জানান, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জনগণের সেবা করতে চাই।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন