Daily News BD Online

বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের উম্মুক্ত সভা অনুষ্ঠিত



সৌরভ মাহমুদ হারুন

কুমিল্লার বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্নয়ন সহায়তা তহবিল হতে প্রাপ্ত বরাদ্বের দ্বারা প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে সচ্ছতা, জবাবদিহিতা ও জন্ম নিবন্ধন বিষয়ক উম্মুক্ত  ওয়ার্ড সভা পূর্নমতি বাগান বাড়ি ও পূর্ণমতি উত্তর বাজার  এলাকায় অনুষ্ঠিত হয়েছে। পূর্ণমতি এলাকায় ৪ নং ও ৫ নং ওয়ার্ডের জন সাধারণের অংশগ্রহণ এসব  উম্মুক্ত আলোচনা সভা গতকাল ১৭ নভেম্বর রোববার বিকেলে   পৃথক পৃথক  অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক   সোনিয়া হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জাবেদ কাউসার সবুজ।
৫ নং ওয়ার্ডে সভাপতিত্ব করেন তাজুল ইসলাম মুকছু মেম্বার ও  ৪ নং ওয়ার্ডের  সভাপতিত্ব করেন  মোঃ মন্তাজ উদ্দিন মেম্বার  এবং সার্বিক তত্বাবধানে ছিলেন ৩ নং বুড়িচং সদর ইউপি সচিব একেএমএস  গোলাম কিবরিয়া। অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বিএনপি নেতা মোঃ মুমিনুল হক, আলী আজ্জম মাষ্টার,  আব্দুল মজিদ মাষ্টার, প্রভাষক মোঃ ইসরাফিল, মোঃ জসিম উদ্দিন মেম্বার, জামায়াত ইসলামীর নেতা  মোঃ শরীফুল ইসলাম , খোরশেদ আলম খোকন,  শাহাদাত হোসেন ভূইয়া,খোরশেদ আলম,   সিরাজুল ইসলাম,  সোহাগ মাস্টার  সফিকুল ইসলাম মেম্বার, বিএনপি নেতা আব্দুল হক খোকন,  জহিরুল ইসলাম, মোশারফ হোসেন,  মনিস সরদার,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা  তারিকুল ইসলাম পিয়াস,সাব্বির আহমেদ, মোঃ মাসুক, সিয়ানুল, শাহাদাত ভূইয়া, শিমুল,  শরীফুল ইসলাম , মহসিন কবির প্রমূখ।
এসময় এলাকা বাসী উপজেলা সহকারী কমিশন (ভূমি) ও প্রশাসক  এর উদ্দেশ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  এবং বন্যায় এলাকার রাস্তা ঘাট বাড়ি ঘরের ক্ষয়ক্ষতির বিষয় নিয়ে বক্তব্য রাখেন। এলাকার রাস্তা ঘাট দ্রুত সংস্কারের  দাবী জানান। এছাড়া বক্তারা আরও বলেন মাদকের ভয়াবহতা ব্যাপক  বৃদ্ধি পেয়েছে। যার ফলে এর প্রভাব শিক্ষার্থী সহ সমাজের সকল ক্ষেত্রে পড়ছে। মাদক ব্যবসা ও ব্যবসায়ীদের কে প্রতিরোধ করার জন্য প্রশাসনের সর্বাত্মক সাহায্য সহযোগিতা কামনা করছেন এলাকাবাসী।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন