Daily News BD Online

দিনাজপুরে ১৩০ বোতল ফেন্সিডিলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক



দিনাজপুর জেলা প্রতিনিধি :

দিনাজপুর সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ১৩০ বোতল ফেন্সিডিলসহ সারোয়ার বাবু নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে তার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক সারোয়ার বাবু দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের বাসিন্দা এবং মৃত মফিজ উদ্দিনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ আবুল কাশেমের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান পরিচালনা করে। ঘণ্টাব্যাপী তল্লাশির পর তার বাসা থেকে ১৩০ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ মাদক ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, সারোয়ার বাবু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং তিনি এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এই অভিযানের মাধ্যমে দিনাজপুর জেলা কার্যালয় মাদক নিয়ন্ত্রণে নিজেদের সক্রিয় ভূমিকা প্রমাণ করেছে বলে স্থানীয়রা মনে করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন