এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া :
সাবেক আইনমন্ত্রী ও তার দোসরদের রাহু মুক্ত হয়ে দীর্ঘ
১৫ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হচ্ছে বিএনপির সম্মেলন। সর্বশেষ বিগত
২০০৯ সালের ২৯ নভেম্বরের পর এই সম্মেলনকে ঘিরে স্থানীয় বিএনপি ও
অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মাঝে ফিরেছে প্রাণচাঞ্চল্য। ২৭ নভেম্বর বুধবার
আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনের আয়োজন
করেছে স্থানীয় বিএনপি।
মঙ্গলবার
(২৬ নভেম্বর) দুপুরে আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে সম্মেলনের
প্রস্তুতি পরিদর্শন করে জেলা বিএনপির সদস্য, কসবা-আখাউড়া আসনের বিএনপি’র
মনোনয়ন প্রত্যাশী কবির আহমেদ ভূইয়া বলেন, সাবেক অবৈধ আইনমন্ত্রী অ্যাভোকেট
আনিসুল হক ও তার দোসররা আখাউড়ায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম ব্যাহত করতে
সর্বোচ্চ চেষ্টা করেছে। মামলা-হামলা দিয়ে বহু নেতাকর্মীকে হয়রানি করেছে।
আনিসুল হক ও তার দোসরদের বাধার কারণে বিএনপি সম্মেলন করতে পারেনি। রক্তপাত
এড়ানোর স্বার্থে আমরা তখন সম্মেলন থেকে সরে আসি। ৫ আগষ্টের পর স্বাধীন
রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। আশা করি আখাউড়ার ইতিহাসে একটি নজির বিহীন
সফল সম্মেলন করতে পারবো।
সম্মেলে
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূইয়া
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও কেন্দ্রীয়য় এবং জেলা বিএনপির
নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত থাকবেন। দীর্ঘ ১৫ বছর পর এই সম্মেলনকে ঘিরে
বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্যতা ফিরেছে। বিগত
২০০৯ সালের ২৯ নভেম্বর সর্বশেষ আখাউড়ায় বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
বিএনপি সুত্রে জানা যায়, উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির সভাপতি ও সাধারণ
সম্পাদকের চারটি পদে সম্মেলন অনুষ্ঠিত হবে। উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী
হলেন বর্তমান আহবায়ক মো. জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক প্রার্থী
হলেন বর্তমান সদস্য সচিব মো. খোরশেদ আলম ভূইয়া, পৌর বিএনপির সভাপতি পদে
প্রার্থী বর্তমান আহবায়ক মো. সেলিম ভূইয়া ও সদস্য সচিব প্রার্থী মো. আক্তার
খান। সম্মেলন সফলের লক্ষ্যে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন
ওয়ার্ডে প্রস্তুতি সভা করা হয়েছে। সম্মেলনে প্রায় ১০ হাজার
নেতাকর্মী-সমর্থক উপস্থিত থাকবে বলে আশা করছে দলটির নেতারা।
Tags
ব্রাহ্মণবাড়িয়া