বগুড়া সদর : গত শনিবার ২৩ নভেম্বর সন্ধ্যা ৭ টা থেকে রাত ১ টা পর্যন্ত এনএসআই'র তথ্যের ভিত্তিতে সরাসরি অংশগ্রহণে বগুড়া শাহজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর ফুটকি ব্রিজ সংলগ্ন ভেজাল সার ও কীটনাশক উৎপাদন ও প্যাকেটজাতকারী এগ্রোক্যাম্প ফার্টিলাইজার ও একই উপজেলার আশেকপুর ইউনিয়নের রানীরহাট জোড়া বটতলা এলাকায় কনফিডেন্স এগ্রিকালচার ইমপোর্ট এন্ড এক্সপোর্ট লিমিটেড এর কারখানায় জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসিফ অভি।
অভিযান পরিচালনাকালে, এগ্রোক্যাম্প ফার্টিলাইজার প্রোঃ মোঃ নাহিদ ইসলাম (পিতা মোঃ আকতার হোসেন, গ্রামঃ কাজলগৌড়ি, শাজাহানপুর, নিবন্ধনবিহীন ভাবে স্কয়ার জিপসাম (ক্যালসিয়াম-২৩, সালফার-১৭) ও শক্তিরুট প্যাকেটজাত করার অপরাধে সার ব্যবস্থাপনা আইন- ২০০৬ ধারা ৮।(১) অনুযায়ী ৩০,০০০ টাকা জরিমানা এবং সার ও কীটনাশক জব্দ করা হয়।জব্দকৃত সার ভেজাল কিনা তা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়। পরীক্ষাগারে পরীক্ষার পর সার ভেজাল প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসিফ অভি।
কনফিডেন্স এগ্রিকালচার ইমপোর্ট এন্ড এক্সপোর্ট লিমিটেড এ যাচাই-বাছাই শেষে কয়েকটি পণ্যের বাজারজাত করার অনুমোদন আছে মর্মে জানা যায়। তবে অনুমোদনহীন কয়েকটি স্বনামধন্য কোম্পানির পণ্য, মোড়ক, লেভেল ও কাঁচামাল পাওয়া যায়। যেগুলোর উৎপাদন, প্যাকেজিং বা বাজারজাত করার অনুমোদন প্রতিষ্ঠানটির নেই। এমতাবস্থায় নিবার্হী ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানটি সিলগালা করেন এবং জব্দকৃত পণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য পাঠান। এছাড়া উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। প্রতিষ্ঠানটির নিবন্ধন বাতিল করার জন্য সুপারিশ করবে শাজাহানপুর উপজেলা কৃষি অফিস।
এসময় শাজাহানপুর উপজেলা কৃষি কর্মকর্তা, বি এস টি আই বগুড়া কার্যালয়ের কর্মকর্তা/কর্মচারী, সেনাবাহিনী ও পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।