Daily News BD Online

সাবেক মন্ত্রী কায়কোবাদের মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি হেফাজতের

 


হাফেজ নজরুল :

কুমিল্লা মুরাদনগরের সাবেক র্ধম প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নামে মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ।

রোববার (১০ নভেম্বর) মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজাফফারুল উলুম মাদরাসার ১৩৩তম ইসলামী মহাসম্মেলনে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী এ দাবি জানান।

তিনি বলেন, কায়কোবাদের দাদা ছিলেন আশ্রাফ আলী থানভী রহ: এর সহপাঠী। তিনি এ মাদরাসার প্রতিষ্ঠা করেছেন। এ সময় দোয়া ও মোনাজাতে কায়কোবাদ এর সুস্থতা কামনায় ও দোয়া করেন।

হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শাইখ সাজিদুর রহমান মাহফিলে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, ‘নির্বাহী আদেশে মুরাদনগরের সাবেক প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করে সম্মানের সাথে দেশে ফিরিয়ে আনুন।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের হাতিয়ার ছিল মিথ্যা বানোয়াট মামলা। আলেমদের সাথে কায়কোবাদ দাদার সম্পর্ক দীর্ঘদিনের। তার আহ্বানে হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা আহমদ শফী রহ: এ মাহফিলে এসেছিলেন। তিনি আলেমদের ভালোবাসেন। অবিলম্বে তার বিরুদ্ধে করা মিথ্যা সাজানো মামলা প্রত্যাহার করতে হবে।’

মাওলানা মামুনুল হক কায়কোবাদকে 'ভাইজান' সম্বোধন করে বলেন, ‘এই জনপদের মজলুম জননেতা সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ভাইজানের কথায় আজ এ মাহফিলে এসেছি।

আমি কায়কোবাদ দাদার বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলার প্রত্যাহার চাই।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন