Daily News BD Online

গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ



কালিয়াকৈর (গাজীপুর) থেকে মোঃ মাইনুল সিকদারঃ

গাজীপুরের কালিয়াকৈ উপজেলার  চন্দ্রা এলাকার  মাহমুদ জিন্স কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে । এতে  ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার দুই পাশে ছয়ঘন্টা ধরে যানচলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।  
শ্রমিকরা ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈরের চন্দ্রা এলাকার মাহমুদ জিন্স কারখানাটি গত ৯ অক্টোবর স্থানীয় ভাবে উৎপাদন কাজ বন্ধ হয়ে যায়। দুই মাসের বেতন ও সেটেলমেন্ট বোনাস ২৮ নভেম্বর পরিশোধ করার কথা ছিল। সকালে শ্রমিকরা পাওনা টাকা নিতে এসে দেখেন কারখানা কর্তৃপক্ষ টাকা দিতে পারবেনা বলে মুল ফটকে নোটিশ টাঙ্গিয়ে রেখেছেন। নোটিশ দেখে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ঢাকা টাঙ্গাইল  মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। সড়ক অবরোধের ফলে ওই এলাকার দুই পাশে সকাল ৮ থেকে দুপুর পৌনে ৩টা পর্যন্ত যানচলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।  খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে ব্যার্থ হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছু কয়েকজন শ্রমিক জানান, আজকে আমাদের পাওনা টাকা দেয়ার কথা ছিল এর আগে বিজিএম ও সেনাবাহিনী পুলিশ মিলে ফয়সালা করে দেয়। আজকে সকালে এসে দেখি কারখানা কর্তৃপক্ষ বেতন দিতে পারবে না বলে মূল ফটোকে নোটিশ টাঙ্গিয়ে রেখেছেন। আমরা বকেয়া পাওনা টাকা না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।
কোনাবাড়ি হাইওয়ে থানার ওসি রহিজ উদ্দিন  বলেন,সকাল থেকে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড় অবরোধ করে রেখেছে। আমরা সহ যৌথ বাহিনী কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন