Daily News BD Online

মুরাদনগরে সরকারি হলট দখল করে বাড়ী নির্মাণ, জলবদ্ধতায় ক্ষতিগ্রস্থ কৃষি জমি

 


নিজস্ব প্রতিবেদক : মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের দিঘলদী গ্রাম থেকে কৈজুরী গ্রামের খাল পর্যন্ত হালটের উত্তর পাশ দিয়ে একটি ড্রেন খনন করে কৃষকদের জমির পানি নামার ব্যবস্থা করা হয়েছিল।
প্রায় ৮০ কানি জমির পানি নামার জন্য এ ড্রেনটি চলমান ছিল, গত বছর  দিঘলদী গ্রামের মৃত মোতালেব মিয়ার ছেলে বিল্লাল ও হেলাল মিয়া, মৃত ধন মিয়ার ছেলে সেলিম মিয়া ও অহিদ মিয়ার ছেলে হানিফ মিয়া বাড়ী করে হালটটি দখল করার কারনে  কৃষকদের প্রায় আশি কানি জমি জলাবদ্ধতায় আটকিয়ে আছে। 

এ বিষয়ে গত ২৫ নভেম্বর মুরাদনগর উপজেলার নির্বাহী অফিসারের বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের মহিলা মেম্বার ফারজানা আক্তার মিলু, তিনি বলেন গত বছর যখন তারা মাটি ভরাটের কাজ করে তখন ই আমি উপজেলা প্রশাসনের বরাবরে অভিযোগ দায়ের করিলে উপজেলা প্রশাসনের বাধাকে উপেক্ষা করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা এ ড্রেন টি দখল করে নেয়।

এ বিষয়ে গত ৬ মে মৃত বজলু মিয়ার ছেলে মোঃ বাবুল মিয়া উপজেলা প্রশাসনের বরাবর মহিলা মেম্বার ফারজানা আক্তার মিলুর বিরুদ্ধে একই হালটের   পশ্চিম পাশে গ্রামের পূর্ব পাশের খালটি  বালু দিয়ে ভরাট করে রাস্তা করার অভিযোগ দায়ের করেন।
 
এ বিষয়ে মহিলা মেম্বার ফারজানা আক্তার মিলু বলেন আমি জনগণের সার্থে রাস্তা করেছি, যদি গ্রামের তারা খালটি বের করতে চায় আমি সহযোগিতা করব।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান বলেন বলেন,সরকারি  হালট (ড্রেন) দখলের  বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন