দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়ের চলমান মাদক বিরোধী অভিযানে ১৬ নভেম্বর শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ইন্সপেক্টর মোহাম্মদ আবুল কাসেমের নেতৃত্বে ডিএনসির একটি টিম অভিযান চালিয়ে জেলার হাকিমপুর উপজেলার ২নং খট্টামাধবপাড়া ইউনিয়নের পাউসগাড়া গ্রাম (ডাঙ্গাপাড়া বাজার) এর মৃত তোফাজ্জল হকের পুত্র মাদক কারবারি বিপ্লব(৫৪) এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৪,০০০ (চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ বিপ্লবকে আটক করেছে।
এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোহাম্মদ আবুল কাশেম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাকিমপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, গোপন সংবাদের সুত্রে ১৬ নভেম্বর ভোরে জেলা কার্যালয় থেকে বিভাগীয় পরিদর্শক আবুল কাশেমের নেতৃত্বে একটি টিম জেলার হাকিমপুর উপজেলার ২নং খট্টামাধবপাড়া ইউপির পাউসপাড়া গ্রামের মৃত তোফাজ্জল হকের পুত্র মাদক ব্যবসায়ী বিপ্লবের বাসায় অভিযান চালিয়ে পলিথিনে প্যাঁচানো ২০টি নিল রঙের পলি প্যাকেটের ভিতর প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ২০টি প্যাকেটে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। সে সময় মাদক ব্যবসায়ী বিপ্লব কে আটক করা হয়েছে।