সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরায় ৮৯ টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দিয়েছে পুলিশ। একই সময়ে বিকাশ ও নগদের ভুল নাম্বারে চলে যাওয়া ৮১ হাজার টাকাও মালিকদের কাছে ফেরত দেন।
সোমবার সাতক্ষীরা পুলিশ লাইস্ এর ড্রিল সেডে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ফোন ও টাকা ফেরত দেওয়া হয়।
এসময় সাতক্ষীরা পুলিশ সুপার মো: মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সদর সার্কেল মীর আসাদুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, সাতক্ষীরায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যাত্রা শুরুর পর থেকে এপর্যন্ত ১৩৪০ টি হারানো মোবাইল এবং ৩৬লক্ষ ৬৪ হাজার ২৪০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয়।
Tags
সাতক্ষীরা