শেখ মোঃ আরিফুল ইসলাম, মৌলভীবাজার :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রকাশ্যে সূর্যের আলোতে যেভাবে সক্রিয় মাদক ব্যবসা পরিচালনা করে সেভাবে অন্ধকার চাঁদের আলো ও বাতির আলোতে সমান্তরাল ভাবেই মাদক ব্যবসা পরিচালনা করে চলেছে শ্রীমঙ্গল উপজেলা হবিগঞ্জ রোডস্থ আরামবাগ এলাকার বাসিন্দা সাগর রবিদাস ওরফে মাদক সম্রাট সাগর।
আর মাদক কেনাবেচার বিষয়ে জানতে চাইলে প্রথমে কথা বলতে রাজি না হলেও পরে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে যোগাযোগ করলে মাদক সম্রাট সাগর রবিদাস বলেন, আমরা শ্রীমঙ্গল আরামবাগ এলাকার মুচি পট্টির লোক। আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে মাদক খাওয়ার পারমিট প্রদান করা আছে।
কোন ধরনের মাদক খাওয়ার পারমিট রয়েছে জানতে চাইলে, মাদক সম্রাট সাগর রবিদাস বলেন সরকার থেকে ২০০/২৫০ গ্রাম মদ খাওয়ার পারমিট আছে তাই আমরা সেই পরিমাণেই খাই। আরও কিছু জানতে চাইলে কল কেটে কথা এড়িয়ে যান।
অনুসন্ধানে জানা যায়, মাদক সম্রাট সাগর রবিদাস শহরের মধ্যে ৫তলা বিশিষ্ট বাসার মালিক। এছাড়া রয়েছে নানাবিধ নামে বেনামে ভূসম্পত্তির মালিক। মাদকের পাশাপাশি সাগর রবিদাস ভূ-সম্পত্তি জবরদখল পায়তারা, প্রভাবশালীর ক্ষমতা ব্যবহার, ভয়ভীতি দেখিয়ে জায়গা জমি দলিল ও ক্রয় বিক্রয় করতেন বলে অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে। মাদক বেচাকেনায় বর্তমানে তার সহোদর দুই ভাই ও মা দায়িত্বভার ও ব্যবসা পরিচালনা করে চলেছে। গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, বর্তমানে সাগর রবিদাস সেনাবাহিনীর ভয়ে পলাতক রয়েছেন। এছাড়াও তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে সমাজের সচেতন মহলের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। যে এমন একজন লোক কি করে রিতিমত প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে থেকেই কোটি টাকার মালিক হয়েছে।