Daily News BD Online

ডিআরইউ সাহিত্য পুরস্কার পেলেন আহমেদ আল আমীন

  


কথাসাহিত্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ সাহিত্য পুরস্কার পেয়েছেন প্রতিশ্রুতিশীল লেখক আহমেদ আল আমীন।  মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এক ফেসবুক স্টাটাসে লেখক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। 

২০২৪ সালে অমর একুশে বইমেলায় রুশদা থেকে প্রকাশিত খলনায়ক উপন্যাসের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

ছোটবেলা থেকেই লেখালেখির সঙ্গে জড়িত আহমেদ আল আমীন। তিনি একাধারে একজন ঔপন্যাসিক, গল্পকার, কলামিস্ট, প্রাবন্ধিক, মানবাধিকার ও পরিবেশ কর্মী, সমাজসেবক এবং সাংবাদিক। ২০১৫ সালে এই লেখকের প্রথম বই প্রকাশিত হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন