Daily News BD Online

আড়াইহাজারে বাউন্ডারি দিয়ে অন্যের জমি দখলের অভিযোগ

 




নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাউন্ডারি দিয়ে অন্যের জমি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে ।ঘটনাটি ঘটেছে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী এলাকায়।


এ বিষয়ে ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামের মৃত কামাল উদ্দিন মোল্লার ছেলে ভুক্তভোগী মাসুদ  বাদী হয়ে শনিবার (২৩ নভেম্বর) থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন একই গ্রামের মৃত নুরুল হকের  ছেলে আব্দুল্লাহ আল মামুন এর বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা যায়, ব্রাহ্মন্দি মৌজার একাধিক দাগে ৪৫ শতাংশ জায়গা খরিদ সূত্রে মালিক হয়ে মাসুদ গং প্রায় ৩৫ বছর যাবত ভোগদখল করে আসছেন।  গত ১৭ নভেম্বর থেকে  আব্দুল্লাহ আল মামুন কিছু ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে ওই জায়গার মাঝে বাউন্ডারি ওয়াল করে জবরদখলের চেষ্টা করছেন। স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে ভুক্তভোগী মাসুদ জানান,তাকে বিভিন্ন পন্থায়  প্রাণনাশের হুমকি প্রদান করছেন মামুন। মাসুদ বর্তমান সরকারের কাছে ন্যায়বিচার প্রার্থনা করছেন। এ ব্যাপারে প্রতিপক্ষ আব্দুল্লাহ আল মামুন জানান, আমি কারো জায়গা দখল করিনি আমি আমার জায়গার মাঝে বাউন্ডারি করতেছি। 


আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান যেহেতু এটা জায়গা সংক্রান্ত ব্যাপার  উভয়পক্ষকে স্থানীয়ভাবে বা কোর্টের মাধ্যমে মীমাংসার কথা বলা হয়েছে এবং আইন-শৃঙ্খলা যাতে কোন বিঘ্ন না ঘটে সেদিকে আমরা দৃষ্টি রাখছি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন