ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। যাতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার দিনগত ভোররাতে ফতুল্লার সস্তাপুরের গাবতলা এলাকায় ঢাকা টেক্সটাইলের মালিকের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ঢাকা টেক্সটাইলের মালিক রেজাউল করিম মালা জানান, ভোররাতে দোতলা বাড়ির পেছনের জানালার গ্রিল কেটে মুখোশ পড়া ৬ থেকে ৭ জন ডাকাত ঘরে ঢোকে। ডাকাতদের এক জনের হাতে পিস্তল এবং অন্যদের হাতে ধারালো ছুরি ছিলো। এছাড়া ঘরের বাইরেও ডাকাত দলের সদস্যরা পাহারায় ছিলেন।
মালা জানান, ডাকাতরা প্রথমে তার ছেলে আলাউদ্দিনের ঘরে ঢুকে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে তার স্ত্রী চিৎকার দেওয়ার চেষ্টা করলে তাকে মারধর করে।
পরে আলাউদ্দিনের স্ত্রী নাসরিন আক্তারের গলা ও আঙ্গুল থেকে অলংকার ও আলমারি থেকে স্বর্ণালংকারসহ ৪০ ভরি স্বর্ণ লুট করে ডাকাতরা। এরপর নিচতলার আলমারি ভেঙে নগদ ৭ লাখ টাকা লুট করে নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।