Daily News BD Online

কালিয়ায় নবগঙ্গা নদী ভাঙ্গনের পাশেই বালুর ব্যবসা !



নড়াইল প্রতিনিধি :

নড়াইলের কালিয়া উপজেলার ফেরিঘাট এলাকায় নবগঙ্গা নদী ভাঙ্গনের পাশেই বালুর ব্যবসা করার অভিযোগ পাওয়া গেছে। এতে নদী ভাঙন আরো বাড়তে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

এদিকে, ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ২০১৪ সালে সাত কোটি টাকা ব্যয়ে কালিয়া ফেরিঘাট এলাকায় সিসিব্লক দিয়েছে। এখন সেইখানেই চলছে বালুর ব্যবসা। রোববার সকালে সরেজমিন গিয়ে এমন চিত্র দেখা গেছে। কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের বালু ব্যবসায়ী খায়রুজ্জামান শেখ ট্রলারে করে বালু ফেলছেন এই সিসিব্লকের ওপর। এতে বালুর চাপে সিসিব্লক নদীতে ধসে যাবার সম্ভাবনা রয়েছে। আর সিসিব্লকের পাশ দিয়েই কালিয়া-খুলনা-গোপালগঞ্জ ব্যস্ততম সড়ক।  

এলাকার মানুষ বলেন, সিসিব্লক রক্ষার্থে এখানে বালু ফেলা বন্ধ করতে হবে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

বালু ব্যবসায়ী খায়রুজ্জামান শেখ বলেন, আমি কালিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর কোমল আখির কাছ থেকে দুই লাখ টাকা দিয়ে ওই স্থানে বালু রাখার জন্য চুক্তি করেছি। আমি জানতাম না, জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের। এখানে বালু রাখলে যদি কোনো ক্ষতি হয়, তাহলে রাখব না। এছাড়া অনেকেই নদীপাড়ে বালু রেখে ব্যবসা করছেন।  

এদিকে, মোবাইল ফোনে একাধিকবার কালিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর কোমল আখির সঙ্গে যোগাযোগ করলেও ফোন বন্ধ পাওয়া গেছে। # 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন