আব্দুল জলিল সাতক্ষীরা : সাতক্ষীরা সীমান্ত থেকে চার লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। বুধবার সাতক্ষীরার কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা , মাদরা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করা হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লে: কর্নেল আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে
মাদরা বিওপির একটি টহল দল বাংলাদেশে অভ্যন্তরে শশ্মান নামক স্থান হতে ০৪ বোতল ভারতীয় মদ ও ২৮ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করে।
একই সময় কাকডাঙ্গা বিওপি’র টহলদল সীমান্তের কূটিবাড়ী নামক স্থান হতে ২৫,হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক সামগ্রী উদ্ধার করে । এছাড়া ঝাউডাঙ্গা চেকপোষ্ট হতে বাস তল্লাশী করে ৪৪ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল আটক কর হয়। উদ্ধারকৃত মালামালের মূল্য ৩ লাখ পঞ্চান্ন হাজার টাকা।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল কাস্টমস অফিসের জমা দিয়েছে । এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করেছে। পরে মাদকদ্রব্য জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা রেখেছে বিজিবি।
Tags
সাতক্ষীরা