স্টাফ রিপোর্টার:
ভোক্তাদের জিম্মি করে অতিরিক্ত দাম বৃদ্ধির সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সিলেটে মানববন্ধন করা হয়েছে। কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) এর আয়োজনেগগ এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সোমবার বিকালে সিলেটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ মহোদয় এর হাতে স্মারকলিপি কপি তুলে দেন কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) সিলেট এর নেতৃবৃন্দ।
কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) এর সিলেট অন্যতম সদস্য
মোহাম্মদ ফজলে এলাহী এর সভাপতিত্বে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) এর অন্যতম সদস্য সাংবাদিক মু্ফিজুর রহমান নাহিদ সঞ্চালনায়,কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) এর সদস্য রেজওয়ান আহমেদ এর পবিত্র ক্বোরআন তিলাওয়াত এর মাধ্যমে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, একদিকে আলুসহ শাক-সবজি প্রান্তিক পর্যায়ের কৃষকরা ন্যায্যমূল্য না পেয়ে হতাশায় দিন কাটাচ্ছে। তপ্ত রোদে পুড়ে চাষাবাদ করেও লোকসান গুণতে হচ্ছে তাদের। অন্যদিকে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে খুচরা বাজারে কয়েকগুণ বেশি দামে বিক্রি করছে এসব পণ্য। সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে সঠিক নজরদারি করা হচ্ছেনা বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, মাঝেমধ্যে কিছু অভিযান পরিচালনা করলেও সিন্ডিকেটের কিছুই করতে পারছেনা সরকার। দ্রুত এই সিন্ডিকেটের বিরুদ্ধে টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তারা।
Tags
বাংলাদেশ