ফরহাদ খান, নড়াইল :
নড়াইলের কালিয়া উপজেলার খড়রিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ক্যাম্পের আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন খড়রিয়া সোসাইটি ঢাকার আয়োজনে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল ও অস্ট্রেলিয়ার দ্যা ফ্রেড হোলোস ফাউন্ডেশনের সহযোগিতায় এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। সহস্রাধিক রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এর মধ্যে ২০০ রোগীকে চশমা ও ৫০০ রোগীকে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এছাড়া ১০জনকে নেত্রনালীর অপারেশন এবং ৩০০ রোগীকে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।
এ ক্যাম্পে চিকিৎসক ছিলেন-খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের মেডিকেল টিমের সদস্য ডা. সেলিনা আক্তার, ডা. অয়ন সেন ও ডা. আসিফ হাসান। এছাড়া অস্ট্রেলিয়ার দ্যা ফ্রেড হোলোস ফাউন্ডেশনের প্রতিনিধি আমিনুর রহমান, খড়রিয়া সোসাইটির পরিচালক আজিমুর রহমান মোল্যা, এম এম আমিনুর রহমান মিন্টু, এমদাদ উল্লাহ বিশ্বাস, মনিরুল ইসলাম, হিরাদুল মৃধা, শহিদুল বিশ্বাস, বাবর মোল্যা, রাসেল শেখ, মামুনুর রশীদ রানা, মশিকুর রহমান পল্টু, জাকির হোসেন মৃধা, সৈয়দ নূরুল আবেদীন, জিলানী সাঈদ উজ্জ্বলসহ অনেকে।
এদিকে এ এলাকার আমেনা বেগম, রহিমা আক্তার, আশরাফ আলীসহ একাধিক রোগী জানান, গ্রামে চোখের চিকিৎসা পেয়ে খুশি তারা। গ্রামে বসে বিনা টাকায় চিকিৎসা, ওষুধ ও চশমা পেয়েছেন।
আয়োজক কমিটির সদস্য আজিমুর রহমান মোল্যা জানান, দেশের বিভিন্ন এলাকায় খড়রিয়া গ্রামের অনেকে কর্মরত আছেন। সবার চেষ্টায় এলাকায় মানবিক কার্যক্রম পরিচালনার লক্ষে ‘খড়রিয়া সোসাইটি ঢাকা’ নামে মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা করা হয়। এই সংগঠনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া শিক্ষা সহায়তা, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন ধরণের উন্নয়ন ও মানবিক কাজ চালিয়ে যাচ্ছেন তারা। সমাজের বিভিন্ন পেশার মানুষকে এ ধরণের মানবিক ও সামাজিক কাজে এগিয়ে আসার আহবান জানান আয়োজকরা।
Tags
নড়াইল