Daily News BD Online

দাম্পত্য কলহের জেরে ঘুমন্ত স্ত্রীকে বালিশ চাপায় হত্যা



সুনামগঞ্জ প্রতিনিধি  : সুনামগঞ্জে দাম্পত্য কলহের জেরে ঘুমন্ত স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (০১ ডিসেম্বর) সকালে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমদাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। পরে পুলিশ এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করে।

নিহত রাকিবা বিবি (২২) সদর উপজেলার গৌরারং ইউনিয়নের  মো. আছান নবীর মেয়ে এবং স্বামী সাইদী চৌধুরী (২৩) একই ইউনিয়নের আহমদাবাদ গ্রামের আকলুস মিয়া চৌধুরীর ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছ, রবিবার সকাল গড়িয়ে দুপুরে হলেও রাকিবা বিবি ঘরের দরজা না খুললে আশপাশের লোকজন তাকে ডাকতে শুরু করেন। তার সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে দেখতে পান সবকিছু ঘর এলোমেলো। বিছানায় রাকিবা অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে প্রতিবেশীরা রাকিবাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নিহতের ঘাতক স্বামী সাইদী চৌধুরীকে আটক করে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) নাজমুল হক জানান, রাকিবা বিবি হত্যার ঘটনায় তার স্বামীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে ঘুমন্ত স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার কথা স্বীকার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন