বিশেষ প্রতিনিধি : কিশোরগঞ্জের নিকলীতে 'বিশ্ব মানবাধিকার দিবস' উপলক্ষে আওয়ামী শাসনামলে গুমের শিকার সকল নাগরিকের তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার ও বিএনপি নেতা কর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় নিকলী উপজেলা ছাত্রদলের আয়োজনে নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি ডিগ্রী কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কার্যকরী নির্বাহী কমিটি সম্মানিত সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সহ সভাপতি এবং বাজিতপুর উপজেলা বিএনপির আহবায়ক শেখ মজিবুর রহমান ইকবালের নির্দেশে নিকলী উপজেলা ছাত্রদলের (ভারপ্রাপ্ত) আহব্বায়ক হৃদয় হাসানের নেতৃত্বে মানববন্ধনে অংশ নেন নিকলী উপজেলা ছাত্রদলের যুন্ম আহবায়ক সিয়াম হাসান অক্ষয়, নিকলী উপজেলা ছাত্রদলের অন্যতম নেতা মেহেদি হাসান বাদশা, সারোয়ার আহমেদ শরীফ, শিহাব আল হেবিন, রামিম, মোঃ দিপু, রনি,তারেক, হিমুল, ইমন সহ শতাধিক ছাত্রদলের কর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনের বক্তারা বলেন, 'আওয়ামী শাসনামলে শুধু বিরোধী দলের নেতাকর্মীরাই নন, মানবাধিকার কর্মী, ছাত্র, শিক্ষক, শ্রমিক, নারী, শিশুসহ কারোরই কোনো নিরাপত্তা ছিল না। এদের অধিকাংশই গুম, গুপ্ত হত্যা এবং বিচার-বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। ফ্যাসিস্ট আওয়ামী শাসকগোষ্ঠী পদে পদে মানবাধিকার লঙ্ঘন করে গত ১৬ অথবা ১৭ বছরে চরম কর্তৃত্ববাদী দুঃশাসন কায়েম করেছিল। সকল ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষ দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে নইলে ছাত্র জনতার যে বিপ্লব তা ভলণ্ডিত হবে।