Daily News BD Online

নিকলীতে প্রতিবন্ধী ব্যক্তিদের সফলতা বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত


বিশেষ প্রতিনিধি : মঙ্গলবার ১০ ডিসেম্ববর  ২০২৪ ইং কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার সিংপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)-র উদ্যোগে পিকেএসএফ এবং ইউরোপীয়ান ইউনিয়ন-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তিদের সফলতা বিষয়ক অনুষ্ঠান অনুষ্টিত হয়। উক্ত অনুষ্ঠানে সিংপুর ইউনিয়নের সফল প্রতিবন্ধী ব্যক্তিগণ কিভাবে সফল হয়েছেন তা বর্ণনা করেন। তাদের সফলতার কাহিনি তাদের মুখ থেকে শুনে অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিগণও অনুপ্রাণিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব আসিফ ইমতিয়াজ মনির। তিনি তার দপ্তর থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কি কি সেবা ও সুযোগ আছে এবং এগুলোতে কিভাবে তারা অন্তর্ভুক্ত হওয়া যাবে তা সবিস্তারে বলেন। বক্তব্য শেষে ৩ জন শ্রেষ্ঠ সফল প্রতিবন্ধী ব্যক্তিকে পুরস্কার প্রদান করা হয়।পপি সংস্থার টেকনিক্যাল অফিসার (কমিউনিটি মোবিলাইজেশন) জনাব মফিজুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য ও উদ্দেশ্যে সম্পর্কে আলোচনা করেন পপি-র পিপিইপিপি-ইইউ প্রকল্পের টেকনিক্যাল অফিসার ( নিউট্রিশন)  জনাব মোঃ মাহফুজুল হক।অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পপি সংস্থার পিপিইপিপি-ইইউ প্রকল্পের এমআইএস অফিসার জনাব  মোঃবিল্লাল হোসেন, অ্যাসিসটেন্ট টেকনিক্যাল অফিসার (লাইভলীহুডস্) জনাব মোঃ মুর্শেদ আলম,অ্যাসিসটেন্ট টেকনিক্যাল অফিসার (নিউট্রিশন) রাজিয়া সুলতানা, সিএনএসপি মার্জিয়া আক্তার, সিএনএসপি রাহিমা আক্তার,  সিএনএইচপি শাহনাজ আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন। এ ধরনের একটি অনুষ্ঠান আয়োজনের জন্য প্রতিবন্ধী ব্যক্তিগণ বাস্তবায়নকারী সংস্থা পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)  এবং পিকেএসএফ সহ ইউরোপীয়ান ইউনিয়নকে ধন্যবাদ জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন