চাঁদপুরের কচুয়ায় শীতকালীন সবজি আলু চাষে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। গত বছর দাম ভালো পাওয়ায় এবছর আরও বড় আশা নিয়ে কৃষকরাও ঝুঁকেছেন আলু চাষে। এবার কচুয়ায় ২ হাজার ২০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অফিস। আবহাওয়া অনুকূলে থাকলে এবার লাভবান হবেন বলে আশা করছেন কৃষকরা।
সরেজমিনে দেখা যায়, কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের পালাখাল ও বাঁচাইয়া গ্রামে কৃষকরা আগাম আলু চাষ করছেন। জমি তৈরি, আলু বীজ রোপণ, সার প্রয়োগে পুরুষদের পাশাপাশি নারীরাও ব্যস্ত সময় পার করছেন। অন্যান্য ফসলের তুলনায় আলু চাষে সময় কম ও লাভ বেশি বলে জানান স্থানীয় কৃষকরা।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মেজবাহ উদ্দিন বলেন, চলতি মৌসুমে এ উপজেলায় ২ হাজার ২০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আশা করি লক্ষ্যমাত্রা অর্জন হবে। আবহাওয়া অনুকূল ও বাজারদর ভালো থাকলে কৃষকরা লাভবান হবেন। পাশাপাশি আলু রোপণে কৃষকদের সার্বিক পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে বলেও জানান তিনি।