মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ইয়াবাসহ হেনা আক্তার (৩৮) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০০(একশত) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ডে ভূইঁয়া প্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি) তারেক আল মেহেদী।
আটককৃত নারী মাদক কারবারি হেনা আক্তার নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার তারাবো দক্ষিণপাড়া এলাকার মোফাজ্জল হোসেনের স্ত্রী ও মৃত হারুন হাওলাদারের মেয়ে।
ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার গোয়েন্দা শাখার “খ” জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এসআই(নি:) আফজাল শাহীন, এসআই(নি:) মো: সোহেল মিয়া ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা এলাকার কাঁচপুর বাসস্ট্যান্ডের ভূইঁয়া প্লাজার সামনে থেকে নিষিদ্ধ ইয়াবা পাচারকালে আসামি হেনা আক্তারকে গ্রেফতার করা হয়।এসময় তার কাছ থেকে ১০০শত পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।