Daily News BD Online

মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলের

 


টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে বাবা-ছেলে।

 
শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন।

নিহতরা হলেন- আশ্রা ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান (৫৮) ও ছেলে জাহিদ হোসেন (২৭)।  

আহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাবা ও ছেলে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে আশ্রা বাজার এলাকায় ব্যাটারিচালিত একটি ইজিবাইককে সাইড দিতে গেলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আরোহী বাবা-ছেলে নিহত হন। এ সময় অপর মোটরসাইকেলের দুজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে রেফার করেন।  

এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির জানান, নিহত বাবা-ছেলের মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। আহত দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানো গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন