আব্দুল জলিল সাতক্ষীরা:, সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। স্বাভাবিক রয়েছে ইমিগ্রেশনের কার্যক্রমও। মঙ্গলবার ভোমরা সীমান্তের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে প্রধান সড়ক অবরোধ করে বাণিজ্য বন্ধের ডাক দেয় পশ্চিমবঙ্গের বিধান সভার বিরোধী দলীয় নেতা ও বিজিপির বিধায়ক শুভেন্দু অধিকারী। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগে দু’দেশের মধ্যে বানিজ্য বন্ধের দাবিতে এই অবরোধের ডাক তারা। পশ্চিমবঙ্গের বিধান সভার বিরোধী দলীয় নেতা ও বিজিপি’র বিধায়ক শুভেন্দু অধিকারীর ডাকা অবরোধের কোন প্রভাব পড়েনি দুই দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমের উপর। নিত্য দিনের মতো ভোমরা স্থল বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম চলছে।
ভোমরা স্থলবন্দর সূত্রে জানা যায়, এ বন্দর দিয়ে গড়ে প্রতিদিন ৩শ’ ৫শ ট্রাক পণ্য আমদানি-রপ্তানি হয়। বর্তমানে পাথর,চাউল ও পেঁয়াজের ট্রাক বেশি আমদানি হচ্ছে। আর অল্প পরিমানে রপ্তানি হচ্ছে জুস,কুড়োর তেল ও গার্মেন্টস সামগ্রী ।
ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান, বাংলাদেশের সাথে আমদানি-রপ্তানি বন্ধের দাবিতে মঙ্গলবার ঘোজাডাঙ্গা অবরোধের ডাক দিয়েছিলেন পশ্চিমবঙ্গ বিধান সভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী । মঙ্গলবার ঘোজাডাঙ্গায় প্রধান সড়কে মঞ্চ তৈরি এক সমাবেশ থেকে এই ডাক দেয়া হয়। তবে সমাবেশ শেষ হতেই শুরু হয় আমদানি- রপ্তানি।
ভোমরা স্থলবন্দর সূত্রে জানা যায়, এ বন্দর দিয়ে গড়ে প্রতিদিন ৩শ’ ৫শ ট্রাক পণ্য আমদানি-রপ্তানি হয়। বর্তমানে পাথর,চাউল ও পেঁয়াজের ট্রাক বেশি আমদানি হচ্ছে। আর অল্প পরিমানে রপ্তানি হচ্ছে জুস,কুড়োর তেল ও গার্মেন্টস সামগ্রী ।
ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান, বাংলাদেশের সাথে আমদানি-রপ্তানি বন্ধের দাবিতে মঙ্গলবার ঘোজাডাঙ্গা অবরোধের ডাক দিয়েছিলেন পশ্চিমবঙ্গ বিধান সভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী । মঙ্গলবার ঘোজাডাঙ্গায় প্রধান সড়কে মঞ্চ তৈরি এক সমাবেশ থেকে এই ডাক দেয়া হয়। তবে সমাবেশ শেষ হতেই শুরু হয় আমদানি- রপ্তানি।
ভোমরা স্থল বন্দর এলাকার জিয়াউর রহমান ও শফিকুর রহমান জানান ইমিগ্রেশনের কার্যক্রম আগের মতই আছে। পাসপোর্ট যাত্রীদের যাতায়াতে কোন অসুবিধা নেই। তবে অফিসাররা দেরিতে আসায় আমদানি-রপ্তানির কার্যক্রম দুপুরের দিকে শুরু হয়। মঙ্গলবার দুপুর থেকে আমদানি রপ্তানি কার্যক্রম চলছে। কিছু লোকজন বন্দরের কার্যক্রম বন্ধ বলে অপপ্রচার করছে।
ভোমরা স্থলবন্দরের সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা জানান, মঙ্গলবার অবরোধের ডাক দিলেও তার কোন প্রভাব পড়িনি ভোমরা স্থল বন্দরে। আমদানি রপ্তানি কার্যক্রম আগের মত আছে। কিছু লোকজন না জেনে না বুঝে মিথ্যা গুজব প্রচার করছে। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
আব্দুল জলিল
Tags
সাতক্ষীরা