নিশিতা খাতুন, চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে হিরণ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দৌলতদিয়ার দক্ষিণ পাড়ার মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জিআরপি পুলিশ ফাঁড়িতে নিয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা রেলগেটের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা জিআরপি ফাঁড়ির ইনচার্জ জগদীশ চন্দ্র জানান, আপ মেইল লোকাল ট্রেনটি চুয়াডাঙ্গা রেল স্টেশন থেকে ছেড়ে পার্বতীপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছিল। চুয়াডাঙ্গা স্টেশন ছাড়ার পর রেলগেটের অদূরে এক ব্যক্তি রেল লাইনের ওপর মাথা দেয় আত্মহত্যা করার জন্য। এ সময় ট্রেনে কেটে মস্তক বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয়রা জিআরপি পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রস্তুত শেষে ফাঁড়িতে নেয়।
জগদীশ চন্দ্র বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।’