Daily News BD Online

জালকুড়িতে বন্ধুমহল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ২৭ ডিসেম্বর



নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের জালকুড়িতে পশ্চিমপাড়া বন্ধু মহল ফুটবল ক্লাবের আয়োজনে ডিগবার ফুটবল নাইট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে ২৭ ডিসেম্বর । জলকুড়ি মেডিকেল রোড সংলগ্ন খেলার মাঠে (২৭ ডিসেম্বর শুক্রবার) রাতে অনুষ্ঠিত হবে। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি'র সহ-সভাপতি এডভোকেট মাসুদুজ্জামান মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মোঃ মাজেদুল ইসলাম। এ সময় মোহাম্মদ জুবায়ের আহম্মাদ ও গোলাম কিবরিয়ার উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ন সম্পাদক কামরুল হাসান শরীফ, ৯ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক  মহিউদ্দিন শিকদার ও যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শহিদুল মল্লিক, জলকুড়ি হাই স্কুল এন্ড কলেজের সদস্য জাহাঙ্গীর আলম প্রধান, বিআইডব্লিউটিসির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী অ্যাডভোকেট নাজমুল আরেফিন ভুঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলাউদ্দিন আহমেদ, সোহাগ আলীসহ আগত নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন। রাত সাড়ে ৯ টায় ফাইনাল খেলা শেষে বিজয়দের পুরস্কার বিতরণ ও সংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এবছরের ফুটবল টুর্নামেন্ট । 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন