ইউআইটিএসের ইংরেজি বিভাগের বিভাগীয় ক্লাব ‘দ্য ইংলিশ ক্লাব’ বিভাগের ২০ বছর পূর্তি উপলক্ষে ‘English Odyssey 2024 – Harmonious Bridge of Royalty’ শীর্ষক দিনব্যাপী এক বর্ণাঢ্য আয়োজন করে। দিন শুরু হয় একটি আন্তঃকলেজ রচনা লিখন (ইংরেজি) প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে; যেখানে ঢাকা শহরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এছাড়াও, সকাল ১১ টা থেকে শুরু হয় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগেপিঠা উৎসব। এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের পিঠা, কেক এবং ফাস্টফুড বিক্রি করার জন্য স্টল তৈরি করে। অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয় দুপর দেড়টায় এক বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে। এ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, ড. মো. আবু হাসান ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, ড. সিরাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার কামরুল হাসান; ফ্যাকাল্টি অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন, সৈয়দা আফসানা ফেরদৌসী এবং বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা (ছাত্রকল্যাণ) জনাব শুভ দাসসহ প্রমুখ। ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, নাইমা আফরিন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং বিভাগের সকল শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্ব শুরু করার পূর্বে একটি আবেগঘন মুহূর্তে, বিভাগের ২৪ তম ব্যাচ ২৩ তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় জানানোর জন্য বিদায় অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে কেক কাটা হয় এবং ২৩ ব্যাচের প্রতিটি শিক্ষার্থীকে বই উপহার দেওয়া হয়। এর পরপরই বিভাগের ২৯ তম ব্যাচ নবীনতম ৩০ তম ব্যাচকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেয় এবং নোটবুক উপহার দেয়।
অনুষ্ঠানের সাংস্কৃতিক অংশ শুরু হয় সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের অসাধারণ প্রতিভার দেখা মিলে, যার মধ্যে ছিল আবৃত্তি, গান, বিটবক্সিং এবং নাচ, যা উৎসবে মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করে এবং অনুষ্ঠানের সফলতায় অবদান রাখে। দর্শকদের উৎসাহী প্রতিক্রিয়া অনুষ্ঠানটির সাফল্যকে আরো বৃদ্ধি করে।
২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সাফল্য ইংরেজি বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের সহযোগিতামূলক প্রচেষ্টার প্রমাণ। দ্য ইংলিশ ক্লাব (টেক) অনুষ্ঠানের আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার মাধ্যমে সবার সৃজনশীল প্রতিভা প্রকাশ পায় এবং সকলের জন্য স্মরণীয় মুহূর্ত তৈরি হয়।