Daily News BD Online

শীতে কাঁপছে নারায়ণগঞ্জবাসী



নিজস্ব প্রতিবেদক : 

পৌষ, মাঘ মাস শুরুর আগেই ভয়াবহ শীতে স্থবিরতা নেমে এসেছে নারায়ণগঞ্জের জনজীবনে। গত দুই সপ্তাহে বেশি সময় ধরে তাপমাত্রা নিম্নগামী থাকায় অনেকটাই ব্যহত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। গত ২ দিন ধরে শহর অঞ্চলসহ গ্রাম অঞ্চলেও দিনের বেলায়ও ঠিকমতো সূর্যের দেখা মিলছে না। এতে সবচেয়ে বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজন। নারায়ণগঞ্জ এর বন্দর, সোনারগাঁও, আড়াইহাজার, রূপগঞ্জ, সিদ্ধিরগঞ্জে বিকাল থেকে পরদিন সকাল ১০ টা ১১ টা পর্যন্ত শীতে স্থবিরতা চলমান থাকে ফলে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ । এদিকে নারায়ণগঞ্জ এর আশপাশের এলাকাগুলোতে একই অবস্থা । 

শুক্রবার (১৩ ডিসেম্বর) চাষাড়া, শিবুমার্কেট, স্টেডিয়াম, জালকুড়ি, ভুইগড়, সাইনবোড, চিটাগংরোড এলাকা ঘুরে সকাল থেকেই শীতের স্থবিরতা দেখা গেছে । এদিকে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে শ্রমিক ও স্বল্প আয়ের খেটে খাওয়া ছিন্নমূল মানুষেরা। সোনারগাঁও, আড়াইহাজার, রূপগঞ্জ ও বন্দর এলাকায় তীব্র ঠাণ্ডায় অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টাও করছেন। দিনের বেলা তাপমাত্রা কিছুটা বাড়লেও সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কমতে থাকে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত তীব্র শীত অনুভূত হয়। 

বিশেষ করে শীতে কষ্টে পড়েছে প্রবাহিত নদ-নদী তীরবর্তী মানুষজন। বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের রুহুল আমিন বলেন, আমি অটোরিকশা চালাই। কিন্তু কনকনে ঠাণ্ডায় যাত্রীর সংখ্যা কমে গেছে। দিনে ঠাণ্ডা কম হলেও রাতে হাত-পা বাইরে রাখাই মুশকিল হয়ে পড়ে। সোনারগাঁও উপজেলার নুনেরটেক এলাকার এক কৃষি জানায়, জমিতে চারা তৈরির জন্য ধান ছিটাচ্ছি। কিন্তু এতো ঠাণ্ডা যে কাদা পানিতে পা রাখা যাচ্ছে না। ঠাণ্ডার কারণে ঠিকমত কাজ করতে পারছি না। শীতের কাপড় কম থাকায় রাতে বউ বাচ্চাসহ শীত কষ্টে ভুগছি। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরের শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে এবং গুরুত্বহীন হয়ে পড়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়টি পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া পঞ্চগড়, রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং সেটি অব্যাহত থাকতে পারে।







একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন