সিলেট-তামাবিল সড়কে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জৈন্তাপুর উপজেলার দামাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাইভেট কারে কয়েকজন পর্যটক জাফলং থেকে সিলেট যাচ্ছিলেন। সিলেট-তামাবিল সড়কের দামাড়ি এলাকায় পৌঁছালে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও ৩ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।
Tags
সিলেট