দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ বিপ্রোনরফিন ইঞ্জেকশনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। আটককৃত ব্যক্তি হলেন ইয়াকুব আলী (৬০)। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার দলারদরগা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, ইয়াকুব আলী হাকিমপুর উপজেলার সাতকুড়ি গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে। তার কাছ থেকে বিপ্রোনরফিন ইনজেকশনের ৬০৫ পিস এ্যাম্পল উদ্ধার করা হয়েছে।
থানার এসআই মহুবার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মাদক ব্যবসার অভিযোগে পুলিশ বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃত ইয়াকুব আলীকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়।
নবাবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। এলাকার মানুষকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
মাদকের এই ভয়ঙ্কর ছোবল থেকে সমাজ রক্ষায় নবাবগঞ্জ থানা পুলিশের এ পদক্ষেপ প্রশংসনীয় বলে মনে করছেন স্থানীয়রা।
Tags
দিনাজপুর