মোঃ হাবিব মিয়া, হাওরাঞ্চল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জে নিকলী নিকলীর কৃতি সন্তান মেহেদী হাসান হিমেল কে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক নির্বাচিত করায় নিকলী উপজেলা আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (২৪ডিসেম্বর)বিকাল ৪টায় নিকলী উপজেলা ছাত্রদল ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আয়োজনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
নিকলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রনি আহাম্মদ এর নেতৃত্বে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার উদ্দিন আহমেদ, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মানিক,কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম মেম্বার ও সাধারণ সম্পাদক কামরুল আহসান স্বাধীন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম সোহেল, উপজেলা জিসাস আহবায়ক জনাব মিয়াঁ হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শরিফুল হক,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাদেকুর রহমান ও সদস্য গরিবে নেওয়াজ সহ ছাত্রনেতা সাকিব, শরিফ, দুর্জয়,শান্ত, সুজন ,সহ, অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লোখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মেহেদী হাসান হিমেল কে আহবায়ক ও শামসুল আরিফিন কে সদস্য সচিব করে জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের আহবায়ক কমিটি ঘোষনা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। গতকাল ২৩ ই ডিসেম্বর জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারন সম্পাদক নাছির উদ্দিনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান হিমেল এবং ৫ম ব্যাচের শিক্ষার্থী সামসুল আরেফিন ।মেহেদী হাসান হিমেল কিশোরগঞ্জের নিকলী উপজেলার দোয়ারহাটি গ্রামের সম্ভান্ত মুক্তিযোদ্ধা পরিবারে জন্মগ্রহন করেন। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আহমেদ আলী সনামধন্য পল্লী চিকিৎসক ছিলেন ও মাতা রতনা বেগম গৃহিনী। ৩ ভাই ও ৩ বোনের মধ্যে সে ৫ম। তার বড় ভাই জুয়েল মিয়া মিল্টন বলেন, রাজনীতির প্রতি তার ভালবাসা এবং তার প্রতি জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভালবাসা দেখে বাবা মারা যাওয়ার আগে বলে যায় তাকে রাজনীতি করার অবাদ সুযোগ দেওয়ার জন্য। আজ বাবা জীবিত থাকলে তার এ সফলতা দেখে খুশি হত। কিশোরগঞ্জ জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক ও নিকলী উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট বদরুল মোমেন মিঠু বলেন, কারানির্যাতিত নেতা হিমেল ফ্যাসিট বিরোধী আন্দোলনে বার বার কারাবন্দী হয়েছে। দেশ ও জাতির কল্যানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে সে শক্তিশালী করবে।ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে আর জানানো হয়, সম্মেলনের মাধ্যমে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আংশিক আহবায়ক কমিটি অনুমোদন করা হলো।কমিটিতে জাফর আহম্মেদ, সুমন সরদার, মোস্তাফিজুর রহমান রুমি, মো. শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান খান মাহমুদ, কাজী রফিকুল ইসলাম, নাহিদ চৌধুরী, নাহিয়ান বিন অনিক, রবিউল আউয়াল, সাখাওয়াত ইসলাম খান পরাগ, রাশেদ বিন হাসিম, জাহিদুল ইসলাম জাহিদ, মাইনউদ্দিন চৌধুরী মাইন, মেহেদী হাসান রুদ্র, মো: মোজাম্মেল মামুন ডেনি, হাসিবুল ইসলাম হাসিব, রবিন মিয়া শাওন এবং শামিম মিয়াকে যুগ্ম-আহবায়ক করা হয়েছে।এছাড়াও মো. রিয়াসাল রাকিব, মুবাইদুর রহমান, এম তানভীর রহমান, আবু হেনা মুরসালিন, ইমরান হাসান ইমন, মাহিদ হোসেন, মাশফিকুল রাইনকে সদস্য করা হয়েছে।