Daily News BD Online

চাঁদপুরে জাহাজে নিহতের সংখ্যা বেড়ে ৭

 


চাঁদপুর: চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে নোঙর করা একটি জাহাজ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়ে আরও দুজনের মৃত্যু হয়।

এ নিয়ে এ ঘটনায় মোট সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

যে জাহাজটিতে মরদেহ পাওয়া গেছে সেটির নাম ‘এমভি আল-বাখেরা’।  নৌ পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম থেকে সার বোঝাই করে ‘এমভি আল বাকেরা’ সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল।

যাদের মরদেহ পাওয়া গেছে তাদের মৃত্যু কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি।  পুলিশ বলছে, এটি ডাকাতির ঘটনা নাকি, অন্য কিছু সেটি খতিয়ে দেখা হচ্ছে।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে মরদেহগুলো পাওয়া যায় বলে জানান চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান।
তিনি বলেন, এ ঘটনায় আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থা এর মধ্যে আরও দুজন মারা যায়। এছাড়া জুয়েল নামে একজনের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন