আনোয়ার হোসেন, রংপুর জেলা প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়জনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা খাদিজা বেগম। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম এ ফারুক ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ও পীরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মাহমুদুন্নবী চৌধুরী পলাশ,পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল আজাদ এর নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা শাখার সাধার সম্পাদক ও পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয। পরে মুক্তিযোদ্ধা কমান্ডোসহ একে একে বিভিন্ন সরকারি, বেসরকারি, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষের পক্ষ থেকে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদের স্মরণ করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা চত্বরে বিজয় মেলা ও উপজেলা অডিটোরিয়াম হলরুমে মুক্তিযোদ্ধাদের সম্মাননার আয়োজন করে উপজেলা প্রশাসন।
Tags
রংপুর