Daily News BD Online

নিকলীতে তারুণ্যের উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা



মোঃ হাবিব মিয়া 

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে নিকলীতে  তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সারে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন 

নিকলী থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সজীব ঘোষ, উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আবু হানিফ, উপজেলা প্রকৌশলী  শামসুল হক রাকিব,উপজেলা সমাজসেব অফিসার আসিফ ইমতিয়াজ মনির,উপজেলা একাডেমি সুপারভাইজার আরাধন কুমার দেব, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রুস্তম আলী,

বীর মুক্তিযোদ্ধা কমেন্ডার মোজাম্মেল হক আবির, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারি ও শিক্ষক, রাজনৈকিতক নেতৃবৃন্দ,সাংবাদিক প্রমুখ।


সভায় তারুণ্যের উৎসব উদযাপনে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন