নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ-
টাঙ্গাইলের নাগরপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রত্যুষে ৩১ বার তোপ ধ্বনির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সূর্য্যদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধাগণ, নাগরপুর উপজেলা বিএনপি, নাগরপুর প্রেসক্লাব, নাগরপুর বাজার বনিক সমিতি ও একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান এর সভাপতিত্বে ও সহকারি কমিশনার দ্বীপ ভৌমিক এর পরিচালনায় বক্তব্য রাখেন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আব্দুল মোমিন, কৃষি কর্মকর্তা ইমরান শাকিল, বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন প্রমুখ। এ সময় উপজেলার ১২টি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।