কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে নিকলীতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। স্মরণ করা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। নিকলী উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন পৃথকভাবে নানা কর্মসূচি পালন করছে।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নিকলী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রাঙ্গণে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।এ সময় সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টায় নিকলী উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯ টায় নিকলী জি.সি. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয় জাতীয় পতাকা।
সকালে নিকলী উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার, নিকলী থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সজীব ঘোষ,বীর মুক্তিযোদ্ধা
সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
মহান বিজয় দিবস উপলক্ষে নিকলী জি.সি. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজন করা হয় দিনব্যাপী বিজয় মেলা। বেলা ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে আয়োজন করা হয় বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা।
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে হাসপাতাল, এতিমখানাগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
Tags
কিশোরগঞ্জ