কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলায় চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অষ্টগ্রামের কগজিগ্রাম গ্রামের হিরু মিয়ার ছেলে নাসির (২৮) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় গ্রামের চারু মিয়ার ছেলে শাহজাহান (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে শাহজাহান ও নাসির পার্শ্ববর্তী মনোহরপুর থেকে নৌকাযোগে একটি মহিষ চুরি করে নিয়ে আসেন। খবর পেয়ে স্থানীয়রা দেওঘর এলাকার লুডডা নদীর পাড় থেকে তাদের ধরে নিয়ে আসেন। পরে তাদের দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এনে বেঁধে রাখেন। চোর বেঁধে রাখার খবর ছড়িয়ে পড়লে হাজারও বিক্ষুব্ধ জনতা সেখানে জড়ো হয়ে তাদের পিটিয়ে মেরে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে।
এ বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। নিহত দুজনের বিরুদ্ধে পার্শ্ববর্তী নাসিরনগর থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলাসহ গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।