Daily News BD Online

নাগরপুর উপজেলা শ্রমিক দলের কমিটি গঠন



নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে মো. আরিফুল ইসলাম নবা সভাপতি ও মো. গোলাম মওলা  মোস্তফাকে সাধারণ সম্পাদক করে শুক্রবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী  শ্রমিক দল টাঙ্গাইল জেলা শাখার প্যাডে জেলা শ্রমিক দলের (ভার:) সভাপতি মো. আবু সাইদ মিয়া ও সাধারণ সম্পাদক মো. এ.কে.এম মনিরুল হক ভিপি মনিরের যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। সিনিয়র সহ-সভাপতি মো. আলতাব হোসেন, সহ-সাধারণ সম্পাদক সাবিরুল ইসলাম খান সেলিম ও সাংগঠনিক সম্পাদক মো. জাকারিয়া হাসান জাকিরসহ ৬১ সদস্য বিশিষ্ট কার্যকরী গঠণ করা হয়।

নবগঠিত শ্রমিক দলের সভাপতি সাবেক ভিপি  মো. আরিফুল ইসলাম নবা ও সাধারণ সম্পাদক মো. গোলাম মওলা মোস্তফাশ্রমিক দলের কমিটি অনুমোদন দেয়ায় জেলা শ্রমিক দলের (ভার:) সভাপতি মো. আবু সাইদ মিয়া ও সাধারণ সম্পাদক এ.কে.এম মনিরুল হক ভিপি মনির কে অভিনন্দন জানান। সেই সাথে দেশ নায়ক তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মো. রবিউল আওয়াল লাভলুর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন