Daily News BD Online

মুরাদনগরে শীতবস্ত্র পেয়ে হাসি ফুটেছে শীতার্ত ৬ শ পরিবারের মুখে



হাফেজ নজরুল। 

কুমিল্লার মুরাদনগরে স্বপ্নতরী সংগঠনের উদ্যোগে  শীতবস্ত্র ও মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।  শনিবার বেলা  ১১টায় শ্রীকাইল ইউনিয়নের ভূতাইল হারুন -অর রশিদ বিএসসির বাড়িতে ৬শ শীতার্ত পরিবার ও ১৩ জন মেধাবী শিক্ষার্থীকে  এ বৃত্তি প্রদান করা  হয়েছে।  

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপ-পরিচালক ও স্বপ্নতরী সংগঠনের প্রতিষ্ঠাতা  মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  মুরাদনগরের সাবেক সাংসদ আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এতে প্রধান আলোচক ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহমান , ইউএনও আবদুর রহমান বলেন, " সামজিক কাজ অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ খুবই ভালো উদ্যোগ। এ কাজের  পাশাপাশি   সমাজ থেকে মাদক নির্মূলেও ভূমিকা রাখতে হবে। এর জন্য গ্রামকে ধূমমপান  মুক্ত ঘোষণা করতে পারলে সংগঠনটি তার লক্ষ অর্জনে অনেকটাই সফল হবে " । 
মাহবুব হাসান সরকার কমলের সঞ্চালনায় 
প্রধান মেহমান হিসেবে  বক্তব্য রাখেন মোমেন কন্ট্রাকশন লি:  ব্যাবস্হাপনা পরিচালক মো. আবদুল মোমেন, সমাজ সেবক আমজাদ আলী তসু মিয়া, ইসহাক মুন্সি সহ আরো অনেকে।  
অনুষ্ঠানটি উদ্বোধক করেন-  এশিয়া ইন্সুইরেন্সের পিএলসি দিলকোশা শাখার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ  ওমর ফারুক ।  
অনুষ্ঠান পৃষ্ঠপোষতায় ছিলেন বিভা ট্রেড সেন্টারের ব্যবস্হাপনা পরিচালক বাহলুল আলম। শীতবস্ত্র পেয়ে হাসি ফুটেছে শীতার্ত ৬০০ পরিবারের মুখে। সম্মানা পেয়ে উচ্ছ্বাসিত   ১৩ জন মধাবী শিক্ষার্থী। এছাড়াও রেমিট্যান্স যোদ্ধা হিসেবে গ্রামের প্রবাসীদের সন্মাননা ক্রেস্ট প্রদান  করেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন