Daily News BD Online

পাকিস্তানে জরুরি অবতরণ করা বিমান চট্টগ্রামে

 


পাকিস্তানে জরুরি অবতরণ করা ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছেছে। বুধবার (৪ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে বিমান বাংলাদেশের ফ্লাইটটি চট্টগ্রাম পৌঁছে। বিমান বাংলাদেশ চট্টগ্রামের ব্যবস্থাপক আল মামুন ফারুক বলেন, বিমানটি জেদ্দা থেকে বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে এক নারী যাত্রী অসুস্থ হয়ে পড়লে বিমানটি পাকিস্তানের করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরবর্তীতে ফ্লাইটটি সেখান থেকে রওনা দিয়ে আজ দুপুর সোয়া ১টার দিকে চট্টগ্রাম পৌঁছে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন