গোলাম রব্বানী টিটু, শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ মঙ্গলবার বেলা ১১টার সময় উপজেলার হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী ও ১৬ ই ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় পালনে লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি অনিন্দাতা রাণী ভৌমিকের সঞ্চালনায় প্রস্তুতি সভা শুরু হয় । শহীদদের শ্রদ্ধা জানিয়ে দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের উপর বক্তব্য রাখেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ফায়েজুর আকন্দ, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজীব সাহা, ওসি আল আমিন, বিএনপির আহবায়ক শাহাজাহান আকন্দ, যুঘ¥ আহবায়ক আব্দুল মান্নান সহ আরো অনেকেই । ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ই ডিসেম্বর বিজয় দিবস পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় । সভায় সরকারী কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও আওয়ামী পন্থী বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ, সামছুল হক উপস্থিত ছিলেন।
Tags
শেরপুর